Print

Rupantor Protidin

ছাত্রলীগকে আমিই হল থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছি : প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিজেই বের হয়ে আসার নির্দেশ দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ইডেন মহিলা কলেজ হলের ছাত্রলীগের কর্মীরা যেসব কামরায় থাকতো, সব ভাঙচুর, লুটপাট করা হয়েছে। তাদের রুমের সবকিছুতেই আগুন দেয়া হয়েছে। ওদের সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পুড়িয়ে দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ বিটিভির কর্মকর্তারা।

শেখ হাসিনা বলেন, যখন আমাকে জানানো হলো, আমি ছাত্রলীগের নেতাদের বললাম তোমরা হল থেকে বেরিয়ে আসো। কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। তারা কান্নাকাটি করে… আমাদের সার্টিফিকেট পুড়িয়ে দেয়া হয়েছে, আমি বলেছি সব পাওয়া যাবে। কিন্তু কোনো ঝামেলায় যাবে না। হল থেকে চলে আসো। তারা বেরিয়ে আসে।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা যখন নিজেকে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দেয়, তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছিল। ওই একদিনেই। এছাড়া তো তারা কোনো গণ্ডগোল করেনি। তারা সব সময় সহযোগিতার মনোভাব দেখিয়েছে, সাহসীকতা দেখিয়েছে। এখন তাদের ওপর ক্ষোভ। তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে?