Print

Rupantor Protidin

প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৪ , ৭:১২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িত প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রনেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে দেশবিরোধী অপশক্তি জঙ্গিগোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কি না? আন্দোলনের নামে এক হাজারের বেশি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

তি‌নি ব‌লেন, আমি রাষ্ট্রদূতদের ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। ইতালিয়ান রাষ্ট্রদূত নিজে বলেছেন— ইটস শেইম। তার আইডি হ্যাক করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করা হয়েছে।
বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানের নি‌র্দেশনায় রাষ্ট্রের ওপর হামলা হ‌য়ে‌ছে অভিযোগ ক‌রেন হাছান মাহমুদ।

তি‌নি ব‌লেন, রাষ্ট্রের ওপর এই হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গতকাল একজন স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা, পুলিশ মারলে ১০ হাজার টাকা। সামাজিক মাধ্যমে দেখেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী কীভাবে নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নেতাকর্মীদের যে, এখানে ঢুকে পড়ো এবং তারেক রহমান নির্দেশ দিচ্ছে যে কারফিউ ভাঙো না হয় পদত্যাগ করো, সেই অডিও রেকর্ড সরকারের কাছে আছে।

ড. হাছান বলেন, গত বছরের ২৮ অক্টোবর যারা ঢাকায় অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িত ছিল তাদের বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারও বলে দেওয়া হয়েছিল যারা এ ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল? এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন।

তিনি বলেন, কোটা নিয়ে যে সমস্যা সেটি সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ৫ শতাংশ থাকলেও আমার ধারণা এক থেকে দেড় শতাংশ পূরণ হবে, তাহলে বাকিটা মেধায় যাবে। আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার কোটা থাকলেও সবাইকে মেধার ভিত্তিতে শেষ ধাপে যেতে হয়।
মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন হাছান মাহমুদ। তি‌নি ব‌লেন, প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে, সেই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন।

সেমিনারে উপ‌স্থিত ছি‌লেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সংসদ সদস‌্য আওলাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।