পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই খন্ড খন্ড মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বৃন্দ।
এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার সকাল ১০ টা থেকে পৌর সদরের জিরো পয়েন্ট, বাকা বাজার,লক্ষ্মীখোলা কলেজিয়েট সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় জিরো পয়েন্ট সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে কোন গাড়ী বের হতে দেয়নি তারা। তারা মোটর চালিত ভ্যান থেকে শুরু করে সব যানবাহন বন্ধ করে দেয়। পুলিশ অবরোধ কারীদের চারিপাশে অবস্থান নেয়। আন্দোলন কারীরা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ অবরোধ ও অনসন করতে দেখা যায়।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। তারা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। আশা করি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কেহ যদি অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।