Print

Rupantor Protidin

বন্ধ হওয়া হল খুলে দেওয়া ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হওয়া হল খুলে দেওয়া ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। পরে সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাংলোর সামনে অবস্থান গ্রহণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় হল খুলে দেওয়ার জন্য তারা উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেয়। পরে উপাচার্য সমন্বয়কদের সাথে তাদের দাবি নিযে বৈঠক করেন। বৈঠকে উপাচার্যকে ২৪ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানান। পরে শিক্ষার্থীরা বটতলায় জড়ো হয়ে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন।

বিক্ষোভ মিছিলে তারা ‘চাকরিতে কোটা, মানি না, মানবো না’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’ সহ নানা স্লোগান দেন।

উল্লেখ্য, এসময় চলমান কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছে শিক্ষার্থীরা।