Print

Rupantor Protidin

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল ইবি

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৪ , ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে  (ইবি)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপাচার্যের বাসভবন, আবাসিক হলসমূহ ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সমাবেশে মিলিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার, সোমবার সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবি।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের ভাই-বোনদের রক্ত দেখে আমাদের জীবনের ভয় চলে গেছে। আমাদের উপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন আন্দোলন তত বেশি বেগবান হবে। আর একবার যদি আমার ভাইদের উপর হামলা করা হয় তাহলে সবাই একসঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

সমাবেশে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম পোষণ করে বলেন, কোটার যৌক্তিক সংস্কার হওয়া দরকার। আমি তোমাদের দাবির সঙ্গে একাত্ম পোষণ করছি। গতদিন যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল প্রকারের দ্বিধা ছেড়ে সবাইকে একসঙ্গে দাবি আদায়ে সামনে এগিয়ে যেতে হবে।

আবির হোসেন