Print

Rupantor Protidin

যশোরে অবরোধ সড়ক অবরোধ করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা

যশোরে অবরোধ, বেনাপোলের সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ায় ত্রিমুখী সড়ক অবরোধ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারাদেশের যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কের তিনদিকে দীর্ঘ ১০ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে ছিল।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। বিকাল পর্যন্ত  টানা কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা  জানায়, গতকাল সারাদেশে ঢাবি, চবি, জাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল।
বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেয় সম্মিলিত কণ্ঠে  ।