Print

Rupantor Protidin

কুবির হল গেটের তালা ভেঙ্গে শিক্ষার্থীদের বাহির করলো আন্দোলনকারীরা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরদের তালা মেরে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে । পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে বঙ্গবন্ধু হলের সামনে আসেন।পরে ওই হলের বি ব্লকের তালা ভেঙ্গে আবাসিক শিক্ষার্থীদের বাহির করে আনেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২ টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল গেইট দিয়ে কে কে বের হচ্ছেন সেদিকে নজর রেখেছেন কিছু নেতা কর্মীরা। এতে আব্দুল্লাহ আল মামুন,বিশ্বজিৎ সরকার , শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ বেশ কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা যায়।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল আজ দুপুর ২ টায়। তবে এর আগেই ওই হলের দক্ষিণ দিকে তালা মেরে দেওয়া হয় এবং নতুন ব্লকেও তালা মারেন শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা কর্মীরা। পরে নতুন ব্লকের ওখানে কিছু নেতাকর্মী অবস্থান করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি অস্বীকার করেন।