Print

Rupantor Protidin

ঢাবিতে ফের সংঘর্ষ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৪ , ৭:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। কার্জন হল এলাকার সংঘর্ষে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে বিকেল ৩টার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সেসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন।

তাদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।