Print

Rupantor Protidin

শাহ আমানত বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিবেদক

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৯’শ গ্রাম কোকেনসহ স্টিলা সান্তাই (৩০) নামে বাহামারের এক নাগরিককে আটক করা হয়েছে।

 সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থেকে ওই কোকেনসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ১৩ জুলাই অত্র বিমানবন্দরে ল্যান্ড করে। তখন থেকেই ওই বাহামার নাগরিক এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো লাগেজ ছিলো না।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে স্টিলা সান্তাই তার লাগেজ রিসিভ করতে আসেন। এ সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভিতর থেকে ৩ কেজি ৯ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ সময় ওই কোকেনসহ বাহামারের ওই নাগরিককে আটক করা হয়।