Print

Rupantor Protidin

উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা  কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে  আলোচনা সভা 

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, সাতক্ষীরা
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা  সদরের কাটিয়া (কর্মকার পাড়া)সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুলাই বিকালে কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা  সদরের কাটিয়া (কর্মকার পাড়া)সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ঘোষ, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার শ্রী কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা  সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা শ্রী দীনবন্ধু মিত্র, সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কায়ছারুজ্জামান হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দিরের  সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে,সাধারণ সম্পাদক  ভৈরব কর্মকার, যগ্ন সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপুল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসু সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা মন্দিরের সহ- সভাপতি শঙ্কর কুমার রায়।