Print

Rupantor Protidin

গভীর রাতে “রাজাকার” স্লোগানে উত্তাল ইবি ক্যাম্পাস

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, ইবি

গভীর রাতে “রাজাকার” স্লোগানে উত্তাল ইবি ক্যাম্পাস

‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে এসব স্লোগান দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ শুরু করে তারা।

বিক্ষোভ মিছিলে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।বিক্ষোভ শেষে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা।