Print

Rupantor Protidin

ইসরায়েলের ৭২ শতাংশ মানুষ নেতানিয়াহুর পদত্যাগ চান

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৪ , ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন ইসরায়েলের ৭২ শতাংশ মানুষ।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ও জিম্মি উদ্ধারে ব্যর্থতার কারণে তারা এমন মনোভাব পোষণ করেন। শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ শতাংশ ইসরাইলি মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার; আর ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত।

জরিপে দেখা গেছে, যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।

এদিকে গাজায় মানবিক নিরাপদ জোন বলে পরিচিত খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থীশিবিরে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ কমপক্ষে ৭২ ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন।
এ ছাড়া গাজার তেল আল-সুলতানের অলিগলি, ভবনের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হয়েছে।