Print

Rupantor Protidin

বেনাপোলে মাদকসহ আটক ২

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, বেনাপোল

যশোর বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার শাখারিপোতা গ্রামের হারুন মন্ডলের কথা আসাদুল ইসলাম (৩৮) ও বাহাদুপুর ইউনিয়নের বাজারপাড়ার গ্রামে মৃত মোশাররফের ছেলে সবুজ আলী( ৩৫) উভয় থানা বেনাপোল।

শনিবার (১৩ জুলাই) ভোরে ডিবি পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মো. বাবুল হোসেন এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জব্দকৃত আলামতের মুল্য অনুমান ৪০,০০০/-টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।