Print

Rupantor Protidin

সাবেক মার্কিন রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা বিয়েতে নাচলেন

আম্বানির বাড়ির বিয়েতে নাচলেন সাবেক মার্কিন রেসলার জন সিনা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিবেদক

আম্বানি বাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হলো । এলাহি এ আয়োজনে ১২ জুলাই তারার হাট বসেছিল ভারতে মুম্বাইতে।

বিশ্বের শীর্ষ ধনকুবের, রাজনীতিবিদ, তারকাসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এদিন অনুষ্ঠানে উপস্থিত হন। যেখানে উপস্থিত হন সাবেক মার্কিন রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা। ভারতীয় পোশাকে নজর কারেন তিনি।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান বসে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে। যেখানে বলিউড, হলিউডের বাঘা বাঘা তারকাদের উপস্থিত হতে দেখা যায়। সেখানে সিলভার এমব্রয়ডরি করা একটা পাউডার নীল কুর্তার সঙ্গে সাদা পায়জামা ও পায়ে বাদামি রঙের জুতা পরে হাজির হন সাবেক মার্কিন রেসলার ও হলিউড তারকা জন সিনা৷ তাকে দেখে মুহূর্তেই উপস্থিত সাংবাদিকরা ছবি তোলার জন্য পোজ দেওয়ার অনুরোধ করেন।

এই তারকাও দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। এরপর তার আইকনিক ‘ফাইভ নাকল সাফল’ পোজ দিয়ে সবাইকে চমক দেন।

এরপর বিয়ের অনুষ্ঠানটি প্রাণ ভরে উপভোগ করেন। বলিউড তারকাদের সঙ্গে হিন্দি গানের সঙ্গে তাকেও নাচতেও দেখা যায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।