প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
রূপান্তর প্রতিনিধি, পাইকগাছা
পাইকগাছা থানা পুলিশের অভিযানে গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে,মামলা নং-২।
এছাড়াও আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বিষ্ণুপুর গ্রামের মৃত কালাম সরদারের ছেলে মো. হাবিবুল্লাহ সরদার (২৪) কে আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, আটক ব্যক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।