Print

Rupantor Protidin

পাইকগাছায় মৎস্য আড়ৎ আধুনিকায়নে বরাদ্দ প্রায় ৪ কোটি বদলে যাবে দৃশ্যপট

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, পাইকগাছা

পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লি এর মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর কর্তৃক ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনার জেলার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরবর্তী ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক জমির উপর উক্ত আড়ৎ’টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান আড়ৎ সংখ্যা রয়েছে প্রায় ৭০ টি মতো। ও সমিতির সদস্য সংখ্যা ৪৭৩ জন।

মৎস্য আড়ৎদারি সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ী বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্ব নিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। এছাড়াও পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারীরা মাছ ক্রয়ের জন্য এ আড়তে আসে।

আড়ৎদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমাদের আড়তে প্রতিদিন ৫শতাধিক লোক মাছ বেচা-কেনায় জড়িত। কিন্তু জায়গা স্বল্পতার কারনে উপযুক্ত পরিবেশ নাই।

সুন্দর ও উপযুক্ত পরিবেশ গড়ার জন্য আমাদের মার্কেটে সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিশ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা সহ ১৪ টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করেছে। যা সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।