Print

Rupantor Protidin

সিলেটে কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক ৫

কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক ৫

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৬:১২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিবেদক

 

শুল্ক ফাঁকি দিয়ে সিলেটে ভারত থেকে চোরাই পথে আসা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি বোঝাই ছয়টি ট্রাক আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় জড়িত ৫ জনকেও আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশ পাঁচজনকে আটক করেছে।

তিনি আরও বলেন, আটককৃত চিনির পরিমাণ, আটককৃতদের নাম-ঠিকানাসহ সকল তথ্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।