Print

Rupantor Protidin

চট্টগ্রাম পুলিশের এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশ

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৪ , ৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের মালিকানাধীন বিভিন্ন সম্পত্তির দলিল, ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারি পরিচালক মো. এমরান হোসেন সোমবার আদালতে উভয়ের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক বেগম জেবুননেছা এই নির্দেশ দিয়েছেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের নামে সম্পদ ক্রোক ও জব্দ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সম্পত্তি ক্রোক ও হিসাব জব্দের আদেশ দেন।
‘ক্রোক হওয়া সম্পত্তি হস্তান্তর করা যাবে না। জব্দকৃত ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া গেলেও উত্তোলন করা যাবে না। সেই মর্মে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার, এসি ল্যান্ড, বিএসইসি ও সংশ্লিষ্ট ব্যাংক সমূহের ব্যবস্থপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি।

উল্লেখ্য, দুদকের প্রাথমিক তদন্তে মোহাম্মদ কামরুল হাসান ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা এবং তার স্ত্রী সায়মা বেগম ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।