Print

Rupantor Protidin

এমপি’র মেজো ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৪ , ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, পাইকগাছা

 

পাইকগাছায় খুলনা-৬ সংসদ সদস্য রশীদুজ্জামান (এমপি) এর মেজো ভাই ইঞ্জিনিয়ার মো. বদরুজ্জামান মোড়ল এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছ। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো.বদরুজ্জামান মোড়ল গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকায় একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নে খড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্নে এস.এম বাহারুল ইসলামের বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, মো. আব্দুল কুদ্দুস সানা, মো. আজিজুর রহমান, মো.আবির হোসেন গাজী।

খড়িয়া দোতলা জামে মসজিদের সহ-সভাপতি এস.এম বাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. লিয়াকত আলী সরদার, বাকি বিল্লাহ আযাদী, মো. বদিয়ার সরদার,মো.আতিয়ার রহমান মিস্ত্রী, মো.আহসান হাবীব বাচ্চু সরদার, মো.আব্দুল হক, মো.সাহেব আলী সরদার, মো.জিন্নাত সানা, বাবু অজিত সানা, বাবু দিপক মন্ডল, মো.আনোয়ারুল সরদার, মো. সরদার, আনিছুর গাজী সহ ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ। আয়োজিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাও. মো. ইদ্রিসুর রহমান