Print

Rupantor Protidin

শার্শা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৪ , ৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, শার্শা

শার্শা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়।

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শা পরিবারভিত্তিক কর্মসংস্থার কর্মসূচির আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক প্রমুখ।
এবং পরে ৬৯ জনকে ১৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয় ।