Print

Rupantor Protidin

যশোর কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ইমামের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা আবু জাবের (৩৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘট । মাওলানা আবু জাবের সারুটিয়া জামে মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে মাওলানা আবু জাবের সোমবার বাড়ির পাশে নিজ পোলট্রি খামারে কাজ করছিলেন। এসময় খামারে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল মোল্লা।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।