Print

Rupantor Protidin

যশোরে যুবলীগ কর্মী শ্যাম্পুকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ১০জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ৯:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামে যুবলীগ কর্মী ফরহাদ হোসেন শ্যাম্পুকে হত্যা চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

শ্যাম্পুর স্ত্রী রনি আক্তার সাথী ১০জনের বিরুদ্ধে এ মামলা করেন। এ ছাড়া এ মামলায় আরও ৫/৬জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, পুরাতন কসবা গাজীর ঘাট রোডের মোহাম্মদ রবি , পাগলাদাহ গ্রামের এজাজ মেম্বার , সফিয়ার রহমান ও তার ভাই মোশারফ , শামীম , ছোট এজাজ , এনামুল , নওদা গ্রামের সালাম মেম্বার , কালো বিল্লাল এবং শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শেখ উজ্জল ।

এজাহারে সাথী উল্লেখ করেছেন, তার স্বামী যুবলীগের সক্রিয় কর্মী। নানা কারনে আসামিদের সাথে তার পূর্ব থেকে বিরোধ চলে আসছে।

গত ২ জুলাই রাত তিনি পালবাড়ির মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে পাগালাদহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে গ্রামের কবরস্থান পাড়ার একটি চায়ের দোকানের সামনে পৌছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার পথ রোধ করে।

এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। সারা শরীরে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।