Print

Rupantor Protidin

হাতীবান্ধায় আদালতের আদেশ অমান্য করে জমি বে-দখল

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বে-দখল করার অভিযোগ উঠেছে লাভলু, বাবলু ও বক্কর মুন্সীর বিরুদ্ধে।

উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুই নং ওয়ার্ডে বাবার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় আদালতে মামলা করেছেন আবুল কালাম আজাদ নামে এক ব্যাক্তি।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মৃত কদর উদ্দিনের ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে নিজ পিতার জমির অংশ থেকে বঞ্চিত। এ ব্যাপারে আবুল কালামের ছেলে শফিকুল ইসলাম বলেন আমার বাবার জমি বেদখল করার জন্য আমার বাবাকে আমার চাচারা পাগল করেছে। এখন আমি আমার বাবার জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেছি আশা করি আমি ন্যায় বিচার পাবো। বিআরএস খতিয়ান ৬৩৩ ভুক্ত দাগ নং ২০০০ এর ৪২ শতকের মধ্যে পশ্চিমে ৯.৪৩ শতক জমির উপর আবুল কালাম আদালতে মামলা করলে আদালত তা আমলে নেন এবং সেখানে কোন ব্যক্তি কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ না করার আদেশ দেন।

আদালতের আদেশ অমান্য করে গত বৃহস্পতিবার রাতারাতি তড়িঘড়ি করে উক্ত জমি বে-দখল করার উদ্দেশ্যে একটি টিনের চালা উত্তোলন করেন লাভল বাবলু ও বক্কর গংরা। স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই জমির প্রকৃত মালিক আবুল কালাম, তবে তার বাবার সম্পত্তি তার ভাই ভাতিজারা গোপনে রেকর্ড করে নেন।

এ বিষয়ে লাভলু বলেন আবুল কালাম যদি আদালতের নির্দেশে জমি পায় তাহলে তাদের জমি দেওয়া হবে। এ ব্যাপারে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন বলেন, যদি কেউ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।