Print

Rupantor Protidin

সাতক্ষীরায় সাংবাদিকের হুমকিদাতা ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতৃক সাংবাদিকের প্রান নাশের হুমকি ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টার সময় ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র নাথ ষোষ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা  যুবলীগের সভাপতি ও ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক  মোঃ জাহিদ হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি শেখ আঃ খালেক, সহ সম্পাদক আক্তারুজ্জামান আতা,  ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পলাশ হোসেন, বক্তারা বলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম এক জন দুর্নীতি বাজ তিনি শিকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগের কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

তাতেই তিনি দমন হয়নি পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন, কিন্তু তার দুর্নীতি থেমে নেই, একের পর এক দুর্নীতি করেই চলেছে,গত ৩ জুন আনুমানিক রাত্র ১০:৩০ মিনিটে বিদ্যালয়ের ভবন নির্মাণের মাটি ডাম্প ট্রাক দিয়ে নিয়ে যায় এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ করা হয়। তারই জের ধরে গত ইং ৫ জুন সকাল ৯:১৩ মিনিটে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সাংবাদিকের মুঠোফোনে প্রাননাশের হুমকি ও একইদিনে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের উপর অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি ধামকি ও মামলা দিয়ে ফাষানোর ভয় দেখানো হয়।

তারই প্রতিবাদে এলাকাবাসী দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন ও পদত্যাগ দাবী করেন।এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাবলু, রাসেল, আবির হোসেন, একরামুল, মাসুদ, নাঈম,ছাব্বির হোসেন,প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজ ও এলাকাবাসী সহ প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সমগ্র মানববন্ধন পরিচালনা করেন প্রাক্তন ছাত্র শেখ ইসমাইল হোসেন,