Print

Rupantor Protidin

বিমানবন্দর ও খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ৩:০১ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

তিনি আরো জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন ডাউন রেল লাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।