Print

Rupantor Protidin

কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাaকক্ষে শিক্ষার্থীদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওবাইদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি বৃক্ষরোপণের আহবান করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা তুলে দেন অতিথিরা।