Print

Rupantor Protidin

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৪ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বর্ণাট্য আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (০৫ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে সকাল ১১ টায় আনন্দ র‌্যালি, কেক কাটা এবং গাছের চারা রোপণ সহ নানাবিধ আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচর্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, রসায়ন বিভাগের সকল শিক্ষক মন্ডলী, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। আরো উপস্থিত ছিলেন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীরা । কেক কাটা শেষে লাইব্রেরী ভবনের সামনে গাছ লাগানোর মাধ্যমে আয়োজন শেষ হয় ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রসায়ন বিভাগের চেয়ারম্যান মো: ফারুক আহম্মেদ বলেন, আজকের এই শুভ দিনে, আমাদের রসায়ন বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিভাগ আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে। আমাদের রসায়ন বিভাগ সবসময়ই গবেষণা ও শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশের মাটিতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি আরো বলেন, আমি আশা করি, আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবো।এই বিশেষ দিনে আমি আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা -কর্মচারীদের আরও একবার ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।