Print

Rupantor Protidin

শ্বশুরের মেয়ের লাইসেন্সে ঠিকাদারি করেন এলজিইডি চৌগাছার হিসাব রক্ষক!

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২৩ , ৯:৫০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ৯:৫০ পূর্বাহ্ণ

রূপান্তর প্রতিদিন

এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌল অধিদপ্তর) চৌগাছা উপজেলা প্রকৌশলীর দপ্তরের হিসাব রক্ষক (একাউন্টেন্ট) নাজমুল আহসানের বিরুদ্ধে নিজেই ঠিকাদারি করার অভিযোগ উঠেছে।

নিজের স্ত্রীর ফারজানা নাহিদের নামে নিবন্ধিত নাহিদ এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে তিনি এই ঠিকাদারি ব্যবসা করছেন। হিসাব রক্ষক হয়েও নিজেই ঠিকাদারি করার কারনে তিনি অন্য ঠিকাদারদের সাথে খারাপ ব্যবহার করেন নিয়মিত। অফিসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অফিসে ঠিকাদারি বিল নিরিক্ষার দায়িত্বে থাকা একজন সরকারি কর্মচারী হয়েও তিনি কিভাবে ঠিকাদারি করেন এ নিয়ে প্রশ্ন উঠেছে।

মোবাইলে তিনি জানান, ‘আমার একজন রিলেটিভের লাইসেন্স সেটি’। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর ফারজানা নাহিদ আপনার কেমন রিলেটিভ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার শ্বশুরের মেয়ে’ শ্বশুরের মেয়ে আপনার কি হয় প্রশ্নে বলেন, স্ত্রী।