Print

Rupantor Protidin

তালায় জাম গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৪ , ১:০০ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৪, ১:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

জাম গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামেরর) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে ও জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটির একটি জাম গাছে উঠে সে জাম পাড়তে।
এসময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। এরপর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।

তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের
কর্তব্যরত চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি জানান , হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।