Print

Rupantor Protidin

পঞ্চম বারেরমত জাতীয় পুরস্কার অর্জনে

এবিএম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২৪ , ৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

রাউজান প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় দেশের উন্নয়নে সকলে স্বস্ব অবস্থান থেকে
কাজ করতে হবে : ফজলে করিম এমপি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন দেশের উন্নয়নে সকলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এছাড়াও রাউজানের সুনাম বৃদ্ধিতে সাংবাদিকরা অগ্রনী ভুমিকা রাখতে হবে।। তিনি আজ ৩ জুন সোমবার সকালে নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় ষষ্ঠ বারেরমত জাতীয় পুরস্কার অর্জনে রাউজান প্রেস ক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সহ সভাপতি এ.এম মামুনুর রশিদ, সহ-সাধারণ জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ.কে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সাংবাদিক মিলন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, নুর মুহাম্মদ, সাইফুল ইসলাম প্রমুখ।