যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎতের সট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এক হতদরিদ্র মালেকের বাড়িসহ আসবাবপত্র চাল ডাল কাপড় চোপড় ছাগল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় দুই লক্ষ টাকার।
অসহায় পরিবার খোলা আকাশের নিচে স্ত্রী সন্তান নিয়ে মানবতায় দিন কাটাচ্ছে। এলাকা বাসি জানান, গত ২-৫-২০২৪ ইং মঙ্গলবার রাত ১১ টার সময় চালুয়াহাটি গ্রামের হত-দরিদ্র আব্দুল মালেকের বাড়িতে বিদ্যুৎ লাইন থেকে আগুন লাগে। বাড়ির লোক জনের চিৎকারে পাশের লোক জন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালান।
পরে ফায়ারসার্ভিস টিম আসে ততক্ষণে ওই বাড়ির চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির মধ্যে থাকা সকল জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক মোঃ মালেক জানান, আগুনে পুড়ে বাড়ির সর কিছুই শেষ হয়ে গেছে, কিছুই নেই সব পুুুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ফায়ারসার্ভিস আসার আগে সব কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় মহিলা ইউপি সদস্য পারভিনা খাতুন জানান, সব পুড়ে ছাই হয়ে গেছে মালেক খুবই গরিব অনেক কষ্টে খেয়ে না দিন কাটছে। সহযোগিতা করুন