Print

Rupantor Protidin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমাল ক্ষতিগ্রস্ত এলাকায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন- এমপি নাসিম

প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, রেমাল ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন সহ সুপেয় পানির সু-ব্যবস্হা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমালে ক্ষতিগ্রস্হ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী টেকসই ভেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্হ এলাকায় বাঁধ গুলো নির্মানে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকল প্রয়োজন মিটাবেন।
রবিবার সকালে রেমালে ক্ষতিগ্রস্হ পাইকগাছা উপজেলার গড়ুইখালী ও দেলুটি ইউনিয়নে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেলুটি ফুলবাড়ী ও গড়ইখালীর কুমখালীতে ত্রান বিতরন অনুষ্টানে খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন,কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড.গ্লোরিয়া সরকার ঝর্না,জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড.সোহরাব আলী সানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস এম আয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, রাজিকুজ্জামান সুমন, শংকর ঢালী, প্রসেনজিৎ মিঠু, সোহাগ হোসেন বাবু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।