Print

Rupantor Protidin

পূর্ব শত্রতার জের কালিয়ায় আবারও খুন! আটক ২

প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২৪ , ৫:০১ অপরাহ্ণ | আপডেট: জুন ২, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে পূর্বশত্রতার জেরে আনিস শেখ (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যার দিকে এ খুনের ঘটনা ঘটে। নিহত আনিস শেখ ওই
গ্রামের চরকান্দিপাড়ার সাবেক মেম্বার মুশারেফ শেখের ছেলে এবং বর্তমান মেম্বার সোহেল শেখের ভাই।

উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে। এ ঘটনায় মো.ওসিকার শেখ ও মঞ্জুর শেখ নামে দু’জনকে পুলিশ আটক করেছে ।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আনিস শেখ কলাবাড়ীয়া হাট থেকে নিজ বাড়ী চরকান্দিপাড়ায় ফেরেন। তখন একই গ্রামের জলিল শেখের ছেলে জাহিদুল শেখ ও মিজানুর শেখের ছেলে মঞ্জুর শেখ আনিসকে ডেকে পার্শ্ববর্তী ইট ভাটায় নিয়ে যায়। অপরদিকে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ২০/২৫ জন দুবৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে আনিসকে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহত আনিসের পিতা মোশারেফ শেখ, মাতা নার্গিস বেগম, স্ত্রী রোজিনা বেগম ও শিশু কন্যা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আন্নিকা ও স্থানীয়রা এ নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দাবি করেছেন ।এ বিষয় উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান বলেন, থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত
পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য যে, গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে কটাই শেখ, কাযূম সিকদার, তরিকুলসহ অন্তত ১৭জন নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে।