Print

Rupantor Protidin

তালায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৪ , ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ১, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে প্রশাসনের মর্যাদায় পারিবারিক কবরাস্থানে তার দাফন সম্পন্ন হয়।এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । আব্দুল হান্নান মোল্যা জালালপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের বাসিন্দা ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলার সহকারী ভুমি কমিশনার আরাফাত হোসেন, তালা থানার ইন্সেপেক্টর তদন্ত এম. এম. সেলিম, জালালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল খায়ের গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শেখ জাহিদুর রহমান লিটু, মোঃ আবু হোসেন অপু প্রমূখ।