Print

Rupantor Protidin

কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা পেলেন গাছের চারা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৩ , ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীদের উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে চুই ঝাল ও আম গাছের চারা দেওয়া হয়েছে।

বুধবার সকালে হরিহর নদ পাড়ের উপজেলার মধ্যকুল গ্রামের জেলে পাড়ার নারীদেরকে ওই চারা দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার এসব গাছের চারা নারীদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, নাসির উদ্দীন প্রমুখ। জেলে পাড়ার ১৬ জন নারী চুই ঝাল ও আম গাছের চারা পেয়ে খুশি ।