Print

Rupantor Protidin

পাইকগাছায় ১৫৪৭ টি পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ১৫৪৭ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের টিসিবি পন্য বিতরণ করা হয়েছে।

গদাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ চার পর্যন্ত উক্ত টিসিবি পন্য সামগ্রি বিতরণ করা হয়। এসময়ে প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চা, ২ কেজি মসুরির ডাউল ও ২ লিটার সয়াবিন তেল ৪৭০ টাকা দরে বিতরণ করা হয়।

টিসিবি পন্য বিক্রয়ের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন। তিনি বলেন, পন্য সামগ্রী বিতরণ এর সময়ে কার্ডধারীদের সহযোগিতা পেয়েছি। এজন্য শান্তিপূর্ণভাবে পন্য বিতরণ করা সম্ভব হয়েছে।

টিসিবি পন্য সামগ্রী বিক্রয়ের দায়িত্বে ছিলেন, কপিলমুনির বিআর জেনারেল ষ্টোর এর সত্ত্বাধিকারী টিসিবি ডিলার ভূদেব চন্দ্র মণ্ডল।