Print

Rupantor Protidin

কালীগঞ্জে বারবাজার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ১কোটি ৬৮লাখ ৩৮হাজার টাকার বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাজেটে রাজস্ব খাতে ৮০লাখ ৮৮হাজার টাকা ও উন্নয়ন খাতে ৮৭ লাখ ৫০হাজার টাকা ধরা হয়েছে। এবং ৫লাখ ৩হাজার ৫শ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

এ উপলক্ষে গতবৃহস্পতিবার বিকালে পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বারবাজার গোড়ার মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান।

পরিষদের সচিব গৌতম বিশ্বাশের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পরিষদের
সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্য শিক্ষক, স্থানীয় ব্যবসায়ীগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।