Print

Rupantor Protidin

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুর ও অগ্নিকান্ড

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার ব্রাহীমপুর গ্রামে গভীর রাতে শমসের হোসেনের বাড়িতে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এতে তার বাড়ির ২টি বসত ঘর ও রান্না ঘর ভেঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হওয়ার পর পরাজিত প্রার্থী শামিম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানো হয়। এরই জের ধরে গতকাল গভীর রাতে মন্নুর সমর্থকর শাকিল, চুন্নুসহ কয়েকজন শামিম হোসেনের সমর্থক দিনমজুর শমসেরের বাড়িতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় দুটি ঘর ভাঙ্গা হয় ও রান্না ঘর পুড়ে ভুস্মিভুত হয়েছে।
ঝিনাইদহ শৈলকূপা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান,, বাড়িঘর ভাংচুরের ঘটনা শুনেছি তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।