তামাক নয়,খাদ্য ফলান প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের মণিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিশটা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে মণিরামপুর উপজেলা প্রশাসন কর্মসূচি গ্রহন করে।
শুক্রবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, মণিরামপুর থানার এস আই আল আমিন, উপজেলা পাট উন্নয়ন অফিসার সোহানুর রহমান ছাত্রনেতা রকি, সাইফুর রহমান অভি প্রমুখ।
সভায় উপস্থিত সকলে তামাককে না বলার শপথ ও তামাক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।