Print

Rupantor Protidin

ঝিনাইদহে মাঠ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৪ , ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯৫) নামের এক বৃদ্ধ’র অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সে মাগুরা জেলার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের কাত্তিক বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গত শুক্রবার মাগুরার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের বৃদ্ধ তারাপদ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে নামযজ্ঞ শুনতে আসে। এরপর রবিবার বিকালে কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ পার হয়ে ওই গ্রামেরই পরিচিত এক স্বজনের বাড়ি যাচ্ছিল ।

এর পর থেকেই সে নিখোজ ছিল। এরপর আজ দুপুরে ওই গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে তার অর্ধ-গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। বৃদ্ধ মানুষ হওয়াতে অস্বুস্থতা জনিত কারনে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।