সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের বাঘের ২টি নখ সহ ১জন কে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম।
৩০শে মে বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া ড্রাগ হাউজে বাঘের নখ বিক্রি করা কালে হাতেনাতে তাকে আটক করে। আটক কৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবার বেলা তিনটায় শরীফের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাঘের নখ বিক্রি করা অবস্থায় আটক করা হয়।
তিনি আরও বলেন বাঘের নখ সহ আটককৃত আসামি কে আগামীকাল শুক্রবার সকালে পিওআর মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।