Print

Rupantor Protidin

সাতক্ষীরায় বিদ্যুৎস্পষ্টে কৃৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৪ , ৮:৩১ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

বাড়ির গোয়াল ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইজ বন্ধ করতে গিয়ে পঞ্চানন সরকার (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার উকসা গ্রামে ঘটনাটি ঘটে। পঞ্চানন সরকার একই এলাকার মৃত অবনী সরকারের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন জানান, পঞ্চানন সরকার প্রতিদিনের মত আজ সকালে গোয়াল ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে যায়।ওই সময় সে বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলেই মারা যায়।

কালিগজ্ঞ থানা ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মোঃ শাহিন জানান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।