কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাতে কেক কেটে ও হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় হল প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন এবং হাউজ টিউটর সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া ও প্রভাষক আফজাল হুসেইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বন্ধ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে প্রাধ্যক্ষ নাসির হুসেইন বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবছর কোনো আয়োজন করা হয়নি। তাই শিক্ষার্থীরা আমাদের অনুরোধ জানায়, যেন হল প্রশাসনের পক্ষ থেকে দিবসটিকে উদযাপন করি। এজন্য আমাদের এই আয়োজন। এখন থেকে প্রতি শুক্রবারে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।
এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থীদের সময় বাঁচাতে ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করা হবে বলে জানান হাউজ টিউটর ফাহাদ জিয়া। তিনি বলেন, স্পন্সর সংগ্রহের চেষ্টা করছি আমরা। যদি ম্যানেজ করতে পারি আশাকরি শিগগিরই শিক্ষার্থীদের জন্য ওয়াশিং মেশিনের ব্যবস্থা করতে পারবো।