Print

Rupantor Protidin

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু পরিবেশ সম্পন্ন হয়েছে

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৪ , ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তৃতীয় ধাপে অভয়নগরে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  ভোটাররা ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রয়োগ করেছেন সুন্দর পরিবেশে। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল উপজেলা প্রশাসনের দ্বারা। ২৯মে ৬ষ্ট বারের মতো অনুষ্ঠিত হলো অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়, শেষ হয় বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উপজেলার ৮১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কোন অপকতিকর ও বিশৃঙ্খল  ঘটনা ছাড়াই এ জনগুরুত্বপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিকালে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং অফিসার  এস এম  হাবিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করতে থাকেন। একে একে সবকটি ৮১টি কেন্দ্রের ফলাফলে সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে ৫৪ হাজার একাত্তর ভোট, ৫ হাজার ৮শ, ৫০ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে  বিজয়ী হয়েছেন।
  ,আনারস প্রতীকে রবিন অধিকারী ব্যাচা  পেয়েছেন ৪৮হাজার ২শ,২১ভোট। অন্য কোন প্রতিযোগী না থাকাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান (তারু)  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা:সাফিয়া খানম   হাঁস প্রতীকে ৪২হাজার ২শত ৮১ ভোট, কলস প্রতীকে লায়লা খাতুন পেয়েছেন ১৭হাজার ৬শ ৮১ ভোট, ও ফুডবল প্রতীকে মিনারা পারভীন পেয়েছেন ৪১হাজার ৩শ, ১৭ ভোট।
  উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১৮হাজার ৯০জন।এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮হাজার ৩শ ৩৩জন এবং মহিলা ভোটার ১লাখ ৯হাজার ৭শ ৫৩জন।  উপজেলায় মোট৮১টি স্হায়ী ভোট কেন্দ্রের ৬শ৮৭টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়  ৮টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত এ উপজেলা। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে  ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ,৷ সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন,  অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিট্রেড লস্কার সোহেল রানা, জেলা সহকারী কমিশনার ডালিয়া নওশিন লুবনা, মাকামে মাহমুদা মীম, অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।