Print

Rupantor Protidin

সাতক্ষীরার কালিগঞ্জে মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৪ , ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

নিখোঁজ এর ৫ দিন পর নিজ বাড়ির শোয়ার ঘর হতে হাসিনা বেগম( ৪৫) নামে এক মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত হাসিনা বেগম ভাড়া সিমলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা এবং আব্দুর রশিদের স্ত্রী। মানসিক ভারসাম্য হীন হাসিনা বেগম গত ৫/৬ দিন ঘরের দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন মনে করেছিল হাসিনা বেগম তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। বুধবার ভোর হতে তার ঘরের গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় তার ভাই মোকসেদ আলী থানায় খবর দেয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উপসহকারী পুলিশ কর্মকর্তা প্রদীপ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ মে) সকাল ৯ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের ভাড়া সিমলা গ্রামের কালিগঞ্জ -সাতক্ষীরা মহাসড়কের রাস্তা সংলগ্ন ভাড়া সিমলা গ্রামে।

উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।মৃত হাসিনা বেগমের ভাই মোকসেদ আলী, ভাইপো আলামিন হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক সাংবাদিকদের জানান, খাদিজার বিবাহের ৩ বছর পর শিশু কন্যাকে রেখে তার স্বামী আব্দুর রশিদ তালাক দিয়ে অন্যত্রে চলে যায়। সেখান থেকে ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে মেয়েকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়।

সেই থেকে বাড়িতে একা একা বসবাস করত। গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় কখনো মেয়ে জামাইদের বাড়ি আবার কখনো নিজের বাড়িতে থাকতো। গত ৫/৬ দিন যাবত খাদিজা বেগমের খোঁজ না পেয়ে ঘরে তালা বদ্ধ দেখে তার ভাই ও আশেপাশের লোকজন মনে করেছিল সে মেয়ের বাড়িতে বেড়াতে গেছে।

গতকাল বুধবার সকালে ঘর থেকে গন্ধ বেরিয়ে আসলে বিষয়টি সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা হতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে খাদিজা বেগমের বন্ধ শোয়ার ঘর হতে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান খবর পেয়ে কর্মস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্টের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।