দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বসতবাড়ি, গৃহপালিত পশুপাখি, দোকান-পাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাবে রোববার মধ্যরাত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া ও এর আশেপাশের এলাকায় তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের ডালপালা ভেঙে পড়েছে। এতে গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চরম ভোগান্তি পোহাচ্ছে আবাসিক হলের শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় হলগুলোতে দেখা দিয়েছে চরম পানি সংকট।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ নেই। টয়লেটে পানি নেই। বাহিরে তুমুল ঝড়-বৃষ্টি হচ্ছে। এরমধ্যে অনেকেরই ক্লাস-পরীক্ষা আছে। পানি না থাকায় সকালে উঠে ফ্রেশ হওয়া ও গোসলটাও করতে পারছি না। সবমিলিয়ে খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) নাছিরুল ইসলাম বলেন, ঝড়ে আশপাশের এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা যেখান থেকে বিদ্যুৎ সংযোগ নেই, তারা লাইন চেক করতেছে। অনেক স্থানে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ সংযোগের উপর পড়েছে। আমরা জেনারেটর দিয়ে যতটুকু সম্ভব অফিসগুলো চালাচ্ছি। হল সহ অন্য সবদিকে কাভার করতে পারছি না। বিদ্যুৎ লাইন ঠিক করতে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ করছে। ঠিক হতে বেশ সময় লাগবে।