Print

Rupantor Protidin

কাস্টমস আইনে প্রয়োজনীয় সংশোধন চায় এফবিসিসিআই

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৪ , ১১:০৪ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ

Sheikh Kiron

দেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসসহ কাস্টমস ব্যবস্থাপনা সহজ করতে শতভাগ অটোমেশন বাস্তবায়ন, কাস্টমস আইনের সঠিক বাস্তবায়ন এবং আইনে প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

গতকাল রবিবার এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে কাস্টমস আইন ২০২৩ বাস্তবায়ন উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করেছে এফবিসিসিআই এবং এনবিআর।

 

কর্মশালায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাস্টমস আইন-২০২৩ সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার রাখা এবং সচেতন হওয়ার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, কাস্টমস কর্মকর্তাদের নামে ঢালাওভাবে অভিযোগ না দিয়ে, লিখিত আকারে সুস্পষ্ট অভিযোগ এনবিআর’কে জানানোর জানান।

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হ্রাসসহ কাস্টমস ব্যবস্থাপনা সহজ করতে শতভাগ অটোমেশন বাস্তবায়ন, কাস্টমস আইনের সঠিক বাস্তবায়ন এবং আইনে প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, দেশে ব্যবসার পরিবেশ সহজ করা এবং ব্যবসার ব্যয় কমাতে কাস্টমস আইন গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নতুন কাস্টমস আইন ব্যবসা-বাণিজ্য তরান্বিতকরণে বড় ভূমিকা রাখবে।

 

 

এ সময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাস্টমস আইন ২০২৩ সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার রাখা এবং সচেতন হওয়ার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। কাস্টমস কর্মকর্তাদের নামে ঢালাওভাবে অভিযোগ না দিয়ে লিখিত আকারে সুস্পষ্ট অভিযোগ এনবিআরকে জানানোর আহ্বান জানান তিনি।

এনবিআরের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) মো. মাসুদ সাদিক জানান, নতুন কাস্টমস আইনটি আগের চেয়ে আরো বেশি বাণিজ্যবান্ধব হবে। আইনটির প্রতি ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন আহ্বান করেন তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি শমী কায়সারসহ এফবিসিসিআইয়ের পরিচালক, সাবেক পরিচালক, এনবিআরের কর্মকর্তারা ও ব্যবসায়ী নেতারা।