Print

Rupantor Protidin

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে

গাঁজা হেরোইন ও সাজাভুক্ত পরোয়ানা আসামীসহ ১৭ জন আটক

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোল পোর্টথানার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন ২৪ পুরিয়া হেরোইনসহ ১ জন সাজাভুক্ত আসামী ২ জন এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৩ জনসহ ১৭ জন আসামীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।

আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার ধান্যখোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল সালাম (৪৭) খলিলুর রহমানের ছেলে কালু মিয়া (৩৫) আলম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (৩২) সুরুজ মিয়া (৫০) মৃত নুরোর ছেলে মনির, নুরইসলামের ছেলে মোহাম্মদ সালাম (৪৭) আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসনে দেলো (৩৫) জাহাঙ্গীর মোড়লের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন (২১) মৃত পুটে মালিখার ছেলে মোহাম্মদ গোলাম রহমান খোকন (৪৫) মৃত রফি মোড়লের ছেলে মোহাম্মদ সুবাহান (৪০) মৃত জিলহাসের ছেলে আলমগীর হোসেন (২৮) মৃত আনোয়ার হোসেনর ছেলে রেজওয়ান হোসেন (২১) শুকুর আলীর ছেলে মহিউদ্দিন হোসেন ময়না (২০) জামাল হোসেনের ছেলে রকি,মৃত মোতালেবর ছেলে তাইজুল ইসলাম (২৫) আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) নুর ইসলামের ছেলে সালাম (৪৬) উভয় থানা বেনাপোল।

রোববার (২৬ মে) বেনাপোল পোর্টথানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করে পুলিশ।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান,গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।