Print

Rupantor Protidin

কুবিতে দক্ষিণ এশিয়ার প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ২:১০ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ২:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ধর্ম ও প্রত্নতত্ত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার (২৬মে) প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
রেজওয়ানা আফরিনের সঞ্চলনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব উদ্দিন সৌরভের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংকটকাল চলতেছে। তবে তা শীঘ্রই কেটে যাবে। বিশ্বের পরিবর্তনের সাথে প্রত্নতত্ত্ব বিষয়ের গবেষণা ও পরিবর্তন হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকরা গবেষণায় প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ধরে রাখতে পারলে আগামী দশ বছরে এই বিভাগ হবে দেশের সেরা বিভাগ।
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের কনফারেন্স করতেছে এটা সত্যি আমাদের জন্য আনন্দের। তিনি আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে বৌদ্ধদের বিহার ছিল অন্যতম। এখানে এমন কোন বিষয় ছিল না যা পড়ানো হতো না। শিক্ষার ক্ষেত্রে ইউরোপের চেয়ে কুমিল্লার শিক্ষার ধারা ছিল এগিয়ে। কারণ শালবন বিহার, আনন্দ বিহার, রুপবান মুড়া, ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গুলো সপ্তম- অষ্টম শতকের কিন্তু হার্ভার্ড, অক্সফোর্ড ছিল বারো শতকের। যা থেকে বুঝা যায় এশিয়া শিক্ষার ক্ষেত্রে কতটুকু এগিয়ে ছিল।
সেমিনারে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব নাজিফা শ্যামা বলেন, আমাদের কাছে টাকা আছে। আমাদের গবেষণা দরকার। কিন্তু সকল গবেষণা আমরা গ্রহন করি না। গবেষণা হতে হবে আন্তর্জাতিক মানের। আপনারা গবেষণা করুন, যতধরনের  সহযোগিতা লাগে আমরা করবো।
এছাড়াও সেমিনারে ভারতের পশ্চিম বঙ্গের  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও ময়নামতি জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।