ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতেরা । এ সময় ছেলের বৌকেও গুরুতর আহত করে তারা । শুক্রবার (২৪ মে) রাত ৩াটর দিকে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ ।
নিহত ফাতেমা বেগম (৪৫) প্রবাসী আবেদ আলীর স্ত্রী । আহত বিথি খাতুন (১৮) আবেদ আলীর ছেলে প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ।
আটককৃতরা হলো-সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার ।
পুলিশ, এলাকাবাসী এবং গান্না ইউপি মহিলা সদস্য জানায়, প্রবাসী আবেদ আলী দীর্ঘ ১৫ বছর যাবৎ দুবাই থাকেন । একপর্যায়ে তার ছেলে মেহেদীকে গত দুই বছর আগে মালয়েশিয়ায় পাঠান । এরপর থেকে আবেদ আলীর স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামে বসবাস করতেন । ঐ বাড়ীতে দীর্ঘদিন যাবৎ তারা দুইজনই থাকতেন । কোন পুরুষ মানুষ ছিল না । গত বেশ কিছুদিন যাবৎ ঐ বাড়ীতে মিস্ত্রিরা নির্মাণের কাজ করছে । কিন্তু তাদের পারিশ্রমিকের টাকা বাকী ছিল । সেই টাকাসহ বড় অংকের টাকা বিদেশ থেকে আসবে জানতে পারে মিস্ত্রিরা ।
সেই লোভে শুক্রবার ভোর রাতে বাড়ীর বারান্দার দেয়াল ভেঙে তারা ডাকাতির উদ্দেশ্য প্রবেশ করে । এরপর ডাকাতদের উপিস্থিতি টের পাওয়ার কারনে আবেদ আলীর স্ত্রীকে জবাই করে ও পুত্রবধূকে ধারলো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আহত করে । পরে ডাকাতরা চলে যাওয়ার পর পুত্রবধূ বিথি আহত অবস্থায় প্রতিবেশী ওবাইদুল ইসলামের বাড়ীর উঠানে যেয়ে পড়ে যান ।
এ অবস্থা দেখে তাকে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা । এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করে ডাক্তার । এ অবস্থায় বিথির হাতে লেখা একটি চিরকূট উদ্ধার করে পুলিশ । সেখানে দুই জনের নাম উল্লেখ থাকায় তাদেরকে আটক করেছে পুলিশ ।
ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । ক্রাইম সিনের দল আলামত সংগ্রহ করেছে । পুত্রবধৃ বিথির হাতে লেখা চিরকূটটি উদ্ধার করা হয়েছে । তার সূত্র ধরে আমরা দুইজনকে আটক করেছি ।
তিনি আরো জানান, দীর্ঘদিন প্রবাসি ও তার ছেলে বাইরে থাকায় বাড়ীতে কোন পুরুষ মানুষ থাকতো না । সে করানেই ডাকাতরা এ ধরনের ঘটনা ঘটানের সাহস দেখিয়েছে । আমরা দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি । পরে আরো বিস্তারিত জানাতে পারবো ।